ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে চার লেন সড়কের কার্পেটিং উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রাজশাহীতে চার লেন সড়কের কার্পেটিং উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী মহানগরী কেশবপুর (ভেড়িপাড়া মোড়) থেকে ফায়ার ব্রিগ্রেড পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার  (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম এ কাজের উদ্বোধন করেন।



এসময় উপস্থিত ছিলেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর বেলাল আহমেদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমীন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরমান আলী, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসিরা খানম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার প্রমুখ।

রাসিক’র জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম জানান, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়কটি চারলেনে উন্নীত করা হচ্ছে।

সরকারি অনুদান ও রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে এতে ব্যয় হচ্ছে পাঁচ কোটি ৮১ লাখ টাকা। প্রকল্পের অন্য অংশের কাজসহ সার্বিক কাজ সম্পন্নে ব্যয় হবে ৮৬ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।