ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
রামগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি নাজিম আহমেদ ওরফে নাজুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাঞ্চনপুর মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাজিম উপজেলার পশ্চিম বিঘা গ্রামের বাসিন্দা।

রামগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মহসীন চৌধুরী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি নাজিমকে গ্রেফতার করা হয়।

২০০৪ সালের ১৭ আগস্ট গৃহকর্মীকে ধর্ষণ করার ঘটনায় নাজিমের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা হয়েছিল। ওই মামলায় ২০০৮ সালের ২৫ মার্চ লক্ষ্মীপুর নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক আসামি নাজিমকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।