ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মোহন মিয়ার মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে স্মরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
মোহন মিয়ার মৃত্যুবার্ষিকীতে ফরিদপুরে স্মরণ সভা

ফরিদপুর: ফরিদপুরের বিশিষ্ট রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের ময়েজউদ্দীন হাই স্কুল মাঠে এ স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



মোহন মিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বক্তব্য রাখেন ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক এম এ সামাদ, প্রফেসর এ বি এম সাত্তার, মোহন মিয়া গবেষক মো. আলাউদ্দিন, অ্যাডভোকেট আশুতোষ কৃতদাস শিতল প্রমুখ।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, মোহন মিয়া এ যুগের নেতার মত নেতা ছিলেন না। তিনি জনগণের নেতা ছিলেন, মানবতার সেবায় রাজনীতি করেছেন।

সভায় অন্য বক্তারাও মোহন মিয়ার বর্ণাঢ্য জীবনীর ওপর আলোচনা করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এফ এম কাইয়ূম জঙ্গী, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ।

স্মরণ সভার পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ১৯০৫ সালে ময়েজউদ্দিন বিশ্বাস জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুলছাত্র থাকাকালে ভারতব্যাপী চলছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন। আন্দোলনের প্রভাবে লেখাপড়া ছেড়ে সমাজ সেবা ও রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

১৯২২ সালে সমাজসেবা মূলক প্রতিষ্ঠান ‘খাদেমুল ইনসান‘, ‘বায়তুল আমান’, ‘হালিমা মুসলিম স্টুডেন্টস হোম’সহ বিভিন্ন সমাজসেবামূলক সংস্থা প্রতিষ্ঠাসহ সমাজের দরিদ্র মানুষের জন্য কাজ করেন তিনি।

মোহন মিয়া ১৯৭১ সালের ২৬ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরকেবি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।