ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
যশোরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: যশোরে মনির উদ্দিন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। মনির ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যশোরের রহমতপুরে ভাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হাশেম  বাংলানিউজকে জানান, মনির ও অপর এক গরু ব্যবসায়ী রাতে যশোর সাতমাইল এলাকার হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে রহমতপুরে ভাগাড় এলাকায় পৌঁছালে ৭/৮ জনের একটি ডাকাত দল তাদের ওপর হামলা করে। এ সময় তারা মনিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। উদ্ধার করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।