ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মসজিদে ঢুকে গুলি

বগুড়ায় দুর্বৃত্তদের ধরতে চলছে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বগুড়ায় দুর্বৃত্তদের ধরতে চলছে অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।  
 
ঘটনাস্থল উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

পাশাপাশি মসজিদ-ই-আল মোস্তফা এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী কাউকে আটক করতে পারেনি।
 
বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের ধরতে হরিপুর গ্রামসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। একাধিক স্থানে চেকপয়েন্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
 
বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর শিবগঞ্জের কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদ-ই-আল মোস্তফায় ঢুকে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন (৭৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন আরও তিনজন।
 
নিহত মোয়াজ্জেম হোসেন কিচকের হরিপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ তিনজন হলেন- মো. শাহীনুর, আবু তাহের ও আফতাব আলী। এদের মধ্যে শাহীনুর ও তাহেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আফতাবকে।
 
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ছিলিমপুর ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বগুড়া শজিমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, মো. শাহিনুর ও আবু তাহের পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে শঙ্কামুক্ত।
 
আগামী শনিবার (২৮ নভেম্বর) গুলি বের করতে চিকিৎসকরা গুলিবিদ্ধ দু'জনের পায়ে অপারেশন করবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমবিএইচ/আরএম

** বগুড়ায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।