ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অমুল্য কুমার চন্দ্র

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অমুল্য কুমার চন্দ্র (৩৮) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উত্তর গোতামারী সীমান্তের ৯০১নং মেইন পিলারে ৫/৬ নং সাব পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।



নিহত অমুল্য কুমার চন্দ্র হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গল গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
বর্ডার ‍গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, সকালে অমুল্য গোতামারী সীমান্তের ৯০১নং মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়।
 
এ সময় বিএসএফ ২১নং বড় মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় অমুল্য দৌঁড়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পরপরই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে বলেন, এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে কড়া প্রতিবাদ পত্রসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।