ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাঁধাই শ্রমিকদের মজুরি ২৫০ টাকার দাবিতে মিছিল-সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বাঁধাই শ্রমিকদের মজুরি ২৫০ টাকার দাবিতে মিছিল-সমাবেশ ছবি: সংগৃহীত

ঢাকা: বাঁধাই শ্রমিকদের আট ঘণ্টা (রোজ) কাজের মজুরি ২শ ৫০ টাকা করার দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বাহাদুর শাহ্ পার্কের সামনে থেকে মিছিল শ্যামবাজার, সূত্রাপুর, বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাহাদুর শাহ্ পার্কে এসে সমাবেশে মিলিত হয়।



সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সূত্রাপুর থানা শাখার সংগঠক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড আ ক ম জহিরুল ইসলাস ও শ্রমিক প্রতিনিধি জামিল হোসেন, শাহিদুল ইসলাম, মাসুদ রানা প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন বাঁধাই শ্রমিক ও সংগঠক মানিক হোসেন।

বক্তারা বলেন, প্রকাশনা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ বই বাঁধাই। আগামী ০১ জানুয়ারির মধ্যে সব স্কুলে বই পৌঁছাতে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করছেন শ্রমিকরা। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করে রোজ মাত্র ১শ ৫০ থেকে ১শ ৭০ টাকা মজুরি পান শ্রমিকরা।

নারী শ্রমিকরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পান মাত্র ১শ থেকে ১শ ২০ টাকা আর শিশু শ্রমিকরা সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করে পায় তিন বেলা খাবার ও মাস শেষে ৫শ থেকে এক হাজার টাকা। বর্তমানে প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির সময়ে শ্রমিকের সংসার কষ্টের হয়ে দাঁড়িয়েছে।

নেতারা অবিলম্বে দিনপ্রতি কাজের মজুরি ২শ ৫০ টাকা মেনে নিতে মালিকদের প্রতি দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।