ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
হাজীগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মোস্তফা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।



মোস্তফা হাজীগঞ্জ পৌরসভা এলাকার মকিমাবাদ গ্রামের মৃত সাঈদ আলীর ছেলে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, মোস্তফা নিজের চায়ের দোকানে বসে নিয়মিত মাদক বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত মোস্তফাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫   
এমজেড


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।