ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী সংগঠনকে থেরাপি উপকরণ দিল বিপিকেএস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
প্রতিবন্ধী সংগঠনকে থেরাপি উপকরণ দিল বিপিকেএস

ঢাকা: তৃণমূলে প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি সেবার মান নিশ্চিত করতে প্রতিবন্ধী বিষয়ক ১২টি সংগঠনকে নানা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।



প্রতিবন্ধী ব্যক্তিদের ১২টি সংগঠন হচ্ছে-ঢাকা ডিপিওডি,  চাঁদপুর ডিপিওডি, মৌলভীবাজার ডিপিওডি, জামালপুর ডিপিওডি, কুড়িগ্রাম ডিপিওডি, নোয়াখালী ডিপিওডি, চট্টগ্রাম ডিপিওডি, নড়াইল ডিপিওডি, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি, নীলফামারী ডিপিওডি, বগুড়া ডিপিওডি, নরসিংদী ডিপিওডি।

বিপিকেএস-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিতরণ করা সহায়ক উপকরণ পেয়ে দেশের ৩ হাজার ২০০ প্রতিবন্ধী ব্যক্তি স্থানীয়ভাবে থেরাপি সেবা পাবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত এবং পরিচালিত ব্যক্তিদের স্ব- সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)। যা প্রতিবন্ধীদের উন্নয়নে বাংলাদেশের ২৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।