ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মহম্মদপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
মহম্মদপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৭ নভেম্বর) মহম্মদপুর ক্রীড়া সংস্থা অফিসে এ সম্মেলনের আয়োজন করা হয়।



সম্মেলনে শেখ রেজাউল ইসলামকে সভাপতি, রিপন শেখকে সাধারণ সম্পাদক ও আরব আলী মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন।

বিশেষ অতিথি ছিলেন কছুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টু, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মীর মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফজলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুজিবর রহমান, মিজানুর রহমান ও মিল্টন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।