ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বেনাপোলে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে পৃথক দু’টি মামলায় পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতার হওয়া আসামিরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের নূরুল ইসলামের ছেলে জিয়া (৩৪) ও দীঘিরপাড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)। তাদের মধ্যে জিয়া চুরির মামলা ও মনির যৌতুকের মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত দুই আসামি রেলস্টেশন এলাকায় অবস্থান করছে -এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার বাংলানিউজকে বলেন, দুই আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।