ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মামাতো-ফুফাতো ভাইয়ের রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
গাজীপুরে মামাতো-ফুফাতো ভাইয়ের রহস্যজনক মৃত্যু

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ খাইলকৈর এলাকায় মামাতো ও ফুফাতো ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত দুই ভাই স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো।



শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এদিন বিকেলে এলাকার একটি বাসার দোতলার কক্ষ থেকে একই ফ্যান ও রশিতে আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (১৫) ও তার ফুফাতো ভাই বাবুর (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর তারা খবর দিলে পুলিশ ওই রুমের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত বাবু কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শ্রীপুর গ্রামের রোকন আহমেদের ছেলে। সে তার মামা আব্দুল জলিলের বাসায় থেকে পড়াশোনা করতো।

এসআই এনামুল আরও জানান, তারা দু’জনই বিভিন্ন সময় মাদকদ্রব্য সেবন করতো। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে তারা গলায় ফাঁস নিয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।