ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা-মংলা রেললাইন

অধিকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
অধিকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

খুলনা: খুলনা-মংলা রেললাইন নির্মাণের জন্য প্রকল্পের অধীনে অধিগ্রহণকৃত জমির মালিকদের জমির ন্যায্য পাওনা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ফুলবাড়িগেট এলাকায় খুলনা-মংলা রেললাইন নির্মাণের জন্য প্রকল্পের ক্ষতিপূরণ দাবি আদায় সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহবায়ক ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসন। পথসভায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সংগ্রাম কমিটির নেতা খ ম লিয়াকত, শাকিল আহম্মেদ, এফ এম জাহিদ হাসান জাকির, শেখ মনিরুল ইসলাম মিঠু, শিরোমনি দিশারী যুব পর্ষদের সভাপতি শেখ মনিরুল ইসলাম প্রমুখ।

পথসভায় ক্ষতিগ্রস্ত এলাকার জমির মালিক ও জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যেখানে প্রতি শতক জমির মূল্য আছে ১ লাখ টাকা, সেখানে জমির মূল্য ধরা হয়েছে মাত্র ১১ হাজার টাকা। এ অবস্থায় প্রকল্পের ক্ষতিগ্রস্ত মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবেন এবং ঘর-বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসে যাবেন। এ মানবিক বিষয়টি বিবেচনা করে প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত জমি ও সকল স্থাপনা মালিকগণকে যথা উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে সরকারের এ প্রকল্পকে দ্রুত বাস্তবায়নের আহবান জানানো হয়।

নেতারা আরো বলেন, রোববারের (২৯ নভেম্বর) মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে এলাকার সর্বস্তরের রাজনৈতিক-সামাজিক ব্যক্তিদের সঙ্গে নিয়ে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।