ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক হত্যা

গ্রেফতার নেই, তদন্তে অগ্রগতির দাবি পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
গ্রেফতার নেই, তদন্তে অগ্রগতির দাবি পুলিশের ফয়সাল আরেফিন দীপন

ঢাকা: জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুলের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে না পারলেও মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে দাবি করছে পুলিশ।
 
তবে ঘটনার একমাস অতিবাহিত হতে চললেও আসামি গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন অন্য প্রকাশক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


 
পুলিশের দাবি, মামলার আনুষঙ্গিক অগ্রগতি হয়েছে। তবে ওই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
 
নিহত দীপনের বাবা আবুল কাশেম ফজলুল হক বাংলানিউজকে বলেন, বিচার হোক। এর বাইরে বিষয়টি নিয়ে আর কথা বলতে চাই না।
 
মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, শুধু আসামি গ্রেফতার করলেই মামলার অগ্রগতি হয় না। গ্রেফতার ছাড়া মামলা দু’টির আনুষঙ্গিক অনেক অগ্রগতি হয়েছে।
 
ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) ফুটেজ বিশ্লেষণ করে কোনো তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে যুগ্ম কমিশনার বলেন, আজিজ সুপার মার্কেটে সিসিটিভি থাকলেও সেটির ফুটেজ থেকে হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সিসিটিভির ফুটেজ ছাড়াও অনেক ঘটনার রহস্য উদঘাটন করেছি। এটারও সমাধান হবে বলে আশাবাদী তিনি।
 
নাম প্রকাশ না করার শর্তে আজিজ সুপার মার্কেটের এক প্রকাশক বাংলানিউজকে বলেন, বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগারদের বই প্রকাশের কারণেই ধর্মীয় উগ্রবাদীরা প্রকাশকদের টার্গেট করেছেন।
 
তিনি বলেন, প্রকাশক দীপন হত্যা ও টুটুলের ওপর হামলার একমাস হতে চললেও হামলাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রকাশকরা।
 
গত ৩১ অক্টোবর  (শনিবার)রাজধানীর আজিজ সুপার মার্কেটে দুবৃর্ত্তদের হামলায় নিজ কার্যালয়ে নিহত হন জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন।

একইদিন লালমাটিয়ার সি ব্লকের ৮/১৩ নং পাঁচতলা একটি ভবনের ৪ তলায় শুদ্ধস্বরের কার্যালয়ে দুবৃত্তদের হামলায় আরেক প্রকাশক টুটুলসহ গুরুতর আহত হন তিনজন।
 
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এনএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।