ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
হাতীবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চলাচলের রাস্তা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার(২৮ নভেম্বর)বিকেলে হাতীবান্ধা  উপজেলার পশ্চিম সারডুবী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



এলাকাবাসী জানান, হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার আব্দুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে আব্দুর রহমানের বাড়ির সামনের চলাচলের রাস্তাটি কাটতে যায় শফিকুল ও তার লোকজন। এ সময় রাস্তা কাটতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন- আব্দুর রহমান (৪০), শাহারা বেগম (৩৫), শাহিনুর (২৪), সাঈদ(২২), আল আমিন(১৭), শফিকুল ইসলাম(৪০), মমতা বেগম (৩৫), সুমি(১৮), শাহানাজ (১৫) ও বানু বেগম (৪০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে সাঈদের (২২) অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।