ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ১৪শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
নেত্রকোনায় ১৪শ’ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

নেত্রকোনা : ১ হাজার ৪'শ পিস নিষিদ্ধ উত্তেজনা বর্ধক ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নেত্রকোনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায়, বাংলানিউজের কাছে আটকের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম কাউসার।

তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার কৃষি উন্নয়ন কর্পোরেশন (কেডিসি) মার্কেট সংলগ্ন হুমায়ূন'র বাড়ি থেকে আরিফুলকে আটক করা হয়। তার পিতার নাম নুরুল ইসলা, বাড়ি মদন উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।