ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ‘টিপুর স্বপ্ন’ মঞ্চায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
যশোরে ‘টিপুর স্বপ্ন’ মঞ্চায়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর : যশোরে আন্তর্জাতিক নাট্যোৎসবের ২য় দিনে কলকাতার স্বনামধন্য নাট্যদল প্রাচ্য নাটক ‘টিপুর স্বপ্ন’ মঞ্চস্থ করেছে। রচয়িতা গিরিশ কার্নাডের ‘টিপুর স্বপ্ন’ এর ভাষান্তর করেন রতন কুমার দাশ।



শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ শুরু করা হয়। নাটকে তুলে ধরা হয়- স্বপ্নের অনেক রঙ, অনেক রকম। টিপুর স্বপ্ন এক নৈঃশব্দে ঘেরা বিপন্ন যন্ত্রণার আর্ত কাহিনী। ভারতবর্ষ বৃটিশ মুক্ত হয়ে আধুনিক পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারে, ২০০ বছর আগেই বুঝেছিলেন মহীশূরের বাঘ টিপু সুলতান। তিনি স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীন, স্বনির্ভর ও মুক্ত ভূখন্ডের। প্রায় একই ভাবনায় পরবর্তী সময়ে উজ্জীবিত হয়েছিলেন আর এক স্বপ্ন দেখার তরুণ সুভাষ চন্দ্র বসু। কিন্তু স্বার্থের খুঁদকুড়োর বিনিময়ে ভারতীয় রাজা-মহারাজা বিকিয়ে দিয়েছিলো এই দেশ, দেশের স্বপ্ন ও টিপুর স্বপ্ন।

এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) নাট্য সংগঠন বিবর্তন যশোরের ২৫ বছর পূর্তি উপলক্ষে  ৮ দিন ব্যাপী ২য় আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে ভারতের  ঝাড়খন্ডের শীব নৃত্যকলা দলের ছোঁ নৃত্য পরিবেশন হয়।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৫
আরআই

** মুক্ত চিন্তার শিল্পমাধ্যম নাটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।