ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা সফরে যাচ্ছেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
খুলনা সফরে যাচ্ছেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি

খুলনা: দর্শনা-খুলনা-মংলা বন্দর এলাকার রেলওয়ের বর্তমান অবস্থা, বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রোববার (২৯ নভেম্বর) দু’দিনের সফরে খুলনা আসছেন জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এ সময় উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সভাপতি এ.বি.এম.ফজলে করিম চৌধুরী এম.পি. ও সদস্যরা এবং রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন।



সফরসূচি অনুযায়ী রোববার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় দর্শনা রেলওয়ে স্টেশন, স্টেশন ইয়ার্ড ও দর্শনা বর্ডার সেকশন পরিদর্শন করবেন সংসদীয় স্থায়ী কমিটি। এরপর বিকেল সাড়ে চারটায় খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন ইয়ার্ড, খুলনা রিমডেলিং কাজের সাইট, লোকোসেড ও ক্যারেজ ডিপো পরিদর্শন করবেন তারা।

সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত খুলনা মংলা রেলপথ নির্মাণ প্রকল্পের সাইট ও এলাইনমেন্ট পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সকাল ১১টায় খুলনা সার্কিট হাউসে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে যোগদান করবেন।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জাকির হোসেন রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।