ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে লাল সভাপতি, গফুর সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে লাল সভাপতি, গফুর সম্পাদক

যশোর: যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট কাজী আবদুস শহীদ লাল (গণতান্ত্রিক আইনজীবী সমিতি) সভাপতি ও এম এ গফুর সম্পাদক (জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম) পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নির্বাচন কমিশনার অ্যাড. ইসমত হাসান বেসরকারি ফলাফল হিসেবে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে, আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী শরীফ আব্দুর রাকিব পেয়েছেন ১৮১ ভোট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট জাফর সাদিক পেয়েছেন ৮৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এম এ গফুর ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের শাহানুর আলম শাহীন পেয়েছেন ১৬১ ভোট।

এছাড়াও সহসভাপতি পদে জাতীয়তাবাদী প্যানেলের গোলাম হেকমত আলম ও আওয়ামী আইনজীবী পরিষদের সৈয়দ মোকাররম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের সাইফুল করিম মুকুল, সহকারী সম্পাদক পদে জাতীয়তাবাদী প্যানেলের আব্দুর রাজ্জাক ও সাদেকা খাতুন বিল্লু, গ্রন্থাগার সম্পাদক পদে জাতীয়তাবাদী প্যানেলের ইলিয়াস সাদত এবং সদস্য পদে জাতীয়তাবাদী প্যানেলের মির্জা শাহেদ আলী চঞ্চল, লিয়াকত আলী চৌধুরী বাবুল, মাহমুদা খানম, মুনছুন অর রশিদ পিংকু ও আওয়ামী প্যানেলের জাহাঙ্গীর আলম,মো. কামরুজ্জামান, নাসির উদ্দিন, মিতা রহমান ও গোলাম নবী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে, শনিবার সকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির এক নম্বর ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির ৪৬৫ জন ভোটারের মধ্যে  ৪৫৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ২৯ নভেম্বর,২০১৫
আরআই

** যশোর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।