ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রাজধানীতে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মিলন মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাতে তেজগাঁওয়ের পূর্ব নাখাল পাড়া এলাকার ৩১৩ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



তেজগাঁও শিল্পাঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, পূর্ব নাখাল পাড়ার বিল্লাল হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মিলনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিলন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষর্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলায়।

মিলন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর কোনো কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।