ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আখেরি মোনাজাতে শেষ হলো চরমোনাই বার্ষিক মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আখেরি মোনাজাতে শেষ হলো চরমোনাই বার্ষিক মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বরিশালের চরমোনাই বার্ষিক অগ্রহায়ণ মাহফিল।

কীর্তনখোলা নদীর তীরে সমবেত হওয়া লাখো মানুষ এ মোনাজাতে অংশ নেন।

এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো চরমোনাই ময়দান।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মোনাজাত শুরু হয়ে শেষ হয় সাড়ে ৯টায়। মোনাজাত পরিচালনা করেন বর্তমান চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।
 
মোনাজাতে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হয়।
 
আখেরি মোনাজাতের আগে ফজরের পর থেকে চলে পীর সাহেব চরমোনাইর বয়ান। এ বয়ানে আমলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে মুরিদদের ছবক দেওয়া হয়।
 
চরমোনাই মাহফিল শুরু হয়েছিল ২৬ নভেম্বর। ৫/৭টি দেশি-বিদেশি মেহমানসহ লাখো মানুষ এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্যান্ডেলের ভেতর ও বাইরে মুসল্লিবেশে রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রায় ১ হাজার সদস্য। ৫টি স্তরে নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ময়দানের সব প্রবেশপথে ক্লোজ সার্কিট ক্যামেরা ও বিভিন্ন পয়েন্টে পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।