ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তন

বরিশালে বিআরআইটি’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বরিশালে বিআরআইটি’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: উন্নত বিশ্বকে আইনগতভাবে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোয় বাধ্য করার জন্য স্বাধীন আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবি জানিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন বিআরআইটি।

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


 
সমাবেশে সভাপতিত্ব করেন বিআরআইটি’র বরিশাল বিভাগীয় সমন্বয়ক আরিফ জোবায়েদ।

এ সময় বক্তারা ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য আসন্ন জলবায়ু সম্মেলনে ন্যায্য ও আইনগতভাবে কার্যকর চুক্তি ও উন্নত বিশ্বকে আইনগতভাবে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোয় বাধ্য করার জন্য স্বাধীন আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠনের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইসিডিএর নির্বাহী পরিচালক, আনোয়ার জাহিদ, নারী নেত্রী ফজিলাতুন্নেসা ফরিদ, খালেদা হক,  মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু, অধ্যাপিকা শিবানী চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের সংগঠক শুভংকর চক্রবর্তী, প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদা, বিআরআইটিএর তাসফিয়া ইসলাম তিবা সিদ্দিকুর রহমান জনি, সাঈদ মাহমুদ, ছোটন্দ্রনাথ চক্রবর্তী, মুকুট।
 
বক্তারা প্যারিস সম্মেলনে আইনি বাধ্যবাধকতাসম্পন্ন সার্বজনীন চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক জলবায়ু আদালত গঠন, ‘জলবায়ু বাস্তুচ্যুতদের উন্নত দেশগুলোতে সম্মানজনক অভিবাসনের অধিকার প্রদান, জলবায়ু চুক্তিতে অংশীদারিত্ব, ন্যায্যতা ও সুবিচার প্রতিষ্ঠা, জিসিএফ, অভিযোজন তহবিলসহ অন্যান্য তহবিলে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা খাতে সব ধরনের ঋণের সুযোগ বন্ধ করা, জলবায়ু তহবিলের ব্যবহারে স্থানীয় জনসংগঠনের অংশগ্রহণের সুযোগ তৈরি, ইতোমধ্যে সংঘটিত ক্ষয়-ক্ষতি পূরণের জন্য অতিরিক্ত ‘ক্ষতিপূরণ’ প্রদান এবং সরকারি-বেসরকারি সমন্বয়-সাধনের মাধ্যমে বাংলাদেশের কণ্ঠ জোরদার করাসহ নয় দফা দাবি উত্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।