ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মসজিদে গুলির ঘটনা তদন্তে বগুড়ায় এসবি’র দুই কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মসজিদে গুলির ঘটনা তদন্তে বগুড়ায় এসবি’র দুই কর্মকর্তা ছবি: ফাইল ফটো

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে ১জন নিহত ও ৩জন আহতের ঘটনাস্থল পরিদর্শনে বগুড়ায় এসেছেন পরিদর্শক পদমর্যাদার স্পেশাল ব্রাঞ্চের (এসবি)  দুই কর্মকর্তা।
 
এসবি’র এই দুই কর্মকর্তা মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামানকে সহায়তা করবেন।


 
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আরিফুর রহমান মন্ডল বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, ঘটনাটি তদন্ত করতে তার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঘটনার রহস্য উদঘাটনে নিজস্ব গতিতে কাজ করবে।
 
অপরদিকে ঢাকা থেকে আসা এসবি’র ওই দুই কর্মকর্তা ঘটনার রহস্য উম্মোচনে মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করতে আলাদাভাবে কাজ করবেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান। তবে তিনি এই দুই কর্মকর্তার নাম পরিচয় জানান নি।
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘মসজিদ-ই-আল মোস্তফা’য় জামে মসজিদে দুর্বৃত্তরা ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালায়। এতে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন নিহত হন। এসময় গুলিবিদ্ধ হয়ে মসজিদের ইমাম মাওলানা শাহিনুর, আবু তাহের, আফকাব আলী আহত হন।
 
ঘটনার রাতেই মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 
এরপর ৠাব ও জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রোববার (২৯ নভেম্বর) পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে মোট ৬ জনকে আটক করে। এরমধ্যে শনিবার (২৮ নভেম্বর)  ৩ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে ৭দিনের ও ১জনকে ৫দিনের রিমান্ডে নিয়েছে।
 
** বগুড়ায় মসজিদে হামলার ঘটনা তদন্তে পুলিশের কমিটি


বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।