ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ নির্বাচন সোমবার

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ডিআরইউ নির্বাচন সোমবার

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল থেকে টানা বিকাল পর্যন্ত ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ চলবে।



রোববার (২৯ নভেম্বর) দুপুরে ডিআরইউ কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সভাপতি সাখাওয়াৎ হোসেন বাদশার সভাপতিত্বে সভায় গঠনতন্ত্রের বেশকিছু সংশোধনী প্রস্তাব আনা হয় এবং তা কণ্ঠভোটে পাস হয়।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম গত এক বছরের কাজের খতিয়ান, উন্নয়ন ও আয়-ব্যয় চিত্র তুলে ধরেন।

সাখাওয়াৎ হোসেন বাদশা জানান, ইউনিটি সদস্যদের জীবন বিমার জন্য এক কোটি টাকার তহবিল গঠন ও সদস্য সন্তানদের জন্য ৫০ লাখ টাকার শিক্ষা তহবিল গড়ে তোলা হবে।

একই সঙ্গে সরকার নিষিদ্ধ মিডিয়াগুলো পুনরায় চালুর জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।

এদিকে নিজেদের পক্ষে ভোট চেয়ে ভোটারদের কাছে জোর প্রচারণা চালাচ্ছেন নির্ব‍াচনে অংশ নেওয়া বিভিন্ন পদের প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।