ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জেএমবির বোমা হামলার ১০ম বার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
গাজীপুরে জেএমবির বোমা হামলার ১০ম বার্ষিকী পালিত

গাজীপুর: কালোব্যাজ ধারণ, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পঅর্পণ, শোকসভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে গাজীপুর আদালতে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলার ১০ম বার্ষিকী পালিত হয়েছে।
 
রোববার (২৯ নভেম্বর) সকালে আইনজীবী সমিতির হলরুমে এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়।



সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক।
 
সভায় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এসএম আলম, জিপি আমজাদ হোসেন বাবুল, পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, বারের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন।
 
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া জানান, ২০০৫ সালের ২৯ নভেম্বর আইনজীবী সমিতির দুই নম্বর হলরুমে জেএমবির এক সদস্য আত্মঘাতী বোমা হামলা চালান। ওই হামলায় ছয় আইনজীবী, চার বিচারপ্রার্থী ও হামলাকারী নিহত হন। আহত হন অন্তত ৫০ জন।

ওই ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে। বাকি দু’টি ঢাকায় দ্রুত বিচার (বিশেষ) আদালতে বিচারাধীন রয়েছে। প্রথম রায় হওয়া মামলায় ৩১ আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ড আটজনের যাবজ্জীবন ও দুইজনকে খালাস এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।