ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আসন্ন কপ-২১ সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আসন্ন কপ-২১ সম্মেলন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন কপ-২১ প্যারিস জলবায়ু সম্মেলন-২০১৫ বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিপন্ন দেশগুলোর জন্য অতি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করা হয়।

পরিবেশবাদী সংগঠন অর্পন, অনলাইন নলেজ সোসাইটি, ইক্যুইটিবিডি, ইনস্টিটিউট অফ লেবার স্টাডিস, উন্ননয়ন ধারা ট্রাস, উদয়ন বাংলাদেশ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক ইউনিয়ন, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপসহ ২৭টি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের রাজধানী প্যরিসে ইউএনএফসিসিসি’র ২১তম কপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধিসহ প্রায় কয়েক হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিবেন। এতে সকল দেশের সম্মতিতে একটি চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে, যা মূলত প্যরিস প্রটোকল নামে অভিহিত করা হচ্ছে। স্বল্পোন্নত ও জলবায়ু পরিবর্তনের কারনে বিপন্ন দেশ হিসাবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশলের উপর এই চুক্তির প্রভাব রয়েছে।

‘কারণ চুক্তি একবার হয়ে গেলে তা থেকে সরে আসার উপায় থাকবে না। আবার স্বল্পোন্নত ও আর্থিক সক্ষমতার ক্ষেত্রে দুর্বল অবস্থানের কারণে এই চুক্তির ফলে বাংলাদেশ ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতির শিকারও হতে পারে। এ কারণে কপ-২১ প্যারিস জলবায়ু সম্মেলন-২০১৫ বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনজনিত চরম বিপন্ন দেশগুলোর জন্য অতি গুরুত্বপূর্ন।

এসময় বক্তারা সংগঠনের পক্ষ থেকে বেশকিছু সুপারিশ ও দাবি তুলে ধরেন। এগুলো হলো, চুক্তি হতে হবে আইনগতভাবে বাধ্যবাধকতামূলক, চুক্তিতে গ্রীন হাউস গ্যাস হ্রাসের সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক ভিত্তিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে, বৈশ্বিক তাপমাত্রা ১.৫ সে. এর মধ্যে সীমাবদ্ধ রাখতে বাংলাদেশকে কথা বলতে হবে, কার্বন উদগীরনের সর্বোচ্চ সীমা কি হবে তারও একটা সুরাহ থাকতে হবে, কমপক্ষে ৫০ শতাংশ তহবিল অভিযোজন খাতে অর্থায়নের জন্য সরকারের দাবি জানাতে হবে।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এফবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।