ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফিলিস্তিনের ভূমি থেকে ইজরায়েলি বাহিনীকে প্রত্যাহারের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ফিলিস্তিনের ভূমি থেকে ইজরায়েলি বাহিনীকে প্রত্যাহারের আহ্বান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা: আল আকসা মসজিদ অবিভক্ত রাখা, পূর্ব জেরুজালেমেকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ফিলিস্তিনের ভূমি থেকে ইজরায়েলি দখলদার বাহিনীকে প্রত্যাহারে ফিলিস্তিনি জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমর্থন জানান।


 
বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এই আলোচনায় সভায় সভাপতিত্ব করেন, শান্তি পরিষদের সভাপতি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে ফিলিস্তিনি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস রমাদান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিমুদ্দীন খান।   
 
তথ্যমন্ত্রী বলেন, মানবাধিকার সংস্থাসহ সকল সংগঠনের উচিত ফিলিস্তিনি জনগণের প্রতি দরদ দেখানো। কিন্তু একটি সংগঠন দরদ দেখিয়েছে আমাদের দেশের যুদ্ধাপরাধীদের প্রতি, এটা দু:খজনক।
 
মন্ত্রী বলেন, জাতিসংঘসহ বিশ্ব সংগঠনগুলো গণতান্ত্রিকভাবে এগুচ্ছে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব সংগঠনকে গণতান্ত্রিক পথে পরিচালনার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।   
 
‘আন্তর্জাতিক সংস্থা থেকে যে মতামতই নেওয়া হোক না কেন, জনগণ তাদের শক্তি দিয়ে এসব সংগঠনকে সঠিক পথে পরিচালনার দিকে নিয়ে যাবে। ফিলিস্তিনের জনগণকে জাতিসংঘ কিছুই দিতে পারেনি, কিন্তু পৃথিবীর জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে। ’
 
এসময় তিনি ১৯৮০, ১৯৮১ ও ১৯৮২ সালের দিকে নিজ দলের অবস্থান সম্পর্কে বলেন, জাসদের অনেক নেতাকর্মী ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেছে।
 
বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এসএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।