ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ২ শিশুকে ধর্ষণ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ফরিদপুরে ২ শিশুকে ধর্ষণ, আটক ১

ফরিদপুর: জেলার পশ্চিম খাবাসপুরে বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আল-আমিন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।



রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় ওই দুই শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ধর্ষণের শিকার দুই শিশুর স্বজনরা বাংলানিউজকে জানান, রোববার সন্ধ্যায় বিস্কুট ও টাকার লোভ দেখিয়ে প্রতিবেশী খবির শেখের ছেলে আল-আমিন তাদের ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রাতেই তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, প্রাথমিকভাবে দুই শিশুর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পূর্ণাঙ্গ পরীক্ষার জন্য ওসিসি কর্নারে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন জানান, খবর পেয়ে অভিযুক্ত আল-আমিনকে দুপুরে শহরের পশ্চিম খাবাসপুরের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।