ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বরিশালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল নগরীর মেট্রোপলিটন কাউনিয়া থানার কাউনিয়‍া প্রথম গলির একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-রাজমিস্ত্রি খালেদ (৩৫) এবং তার স্ত্রী মুকুলী বেগম (২৮)।

মুকুলী বেগম আইনজীবীর মুহুরী হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকার দেওয়ান বাড়ি সাত্তার ম্যানসনের ভাড়া বাসা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

সাত্তার ম্যানসনের কেয়ার টেকার মাধবী বসু জানান, সকালে ওই বাড়ির সবাই পাশের কল থেকে পানি আনতে যান, কিন্তু মুকুলী বেগম পানি আনতে না যাওয়ায় তিনি তাকে ডাকতে যান। এ সময় তিনি ঘরের ভেতরে খালেদের মরদেহ ঝুলতে দেখে বিষয়টি অন্যান্যদের জানান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় খালেদ ও বিছানা থেকে মুকুলীর মরদেহ উদ্ধার করে।  

কাউনিয়‍া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) এএইচ এনায়েত উদ্দিন বাংলানিউজকে জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিআইডি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।   

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।