ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘যদু-মধু, রাম শ্যামের কথায় মুক্তিযুদ্ধ হয়নি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
‘যদু-মধু, রাম শ্যামের কথায় মুক্তিযুদ্ধ হয়নি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমাদের মতো যদু-মধু,রাম-শ্যামের কথায় মুক্তিযুদ্ধ হয়নি,মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর কথায়। এছাড়া আমরা যে যা বলেছি তার কোনো বৈধতা ছিল না‘।



মঙ্গলবার বিকেলে নগরীর সামরিক যাদুঘরে “বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সম্বলিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, ‘১৯৭০ সালের মানুষ তাকে (বঙ্গবন্ধু) ভোট দিয়েছেন। তখন বঙ্গবন্ধুর কথার বৈধতা ছিল। আমাদের কথায় খুব জোর সাধারণ মানুষ উজ্জীবিত হয়েছে কিন্তু যুদ্ধে যায়নি। সর্বোস্তরের মানুষ যুদ্ধে গিয়েছেন বঙ্গবন্ধুর কথায়। ’
 
‘১৯৭১ সালে জামায়াত গণহত্যা চালিয়েছে। আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যারা দেশ উপহার দেয় তারা নেতা হয়নি নেতা হয় অন্য কেউ। তবে আমরা এই সুযোগ আর কাউকে দেব না। ’
 
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে সেদেশে তলবের নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, তারা (পাকিস্তান) যে কাজ করেছে তা গর্হিত কাজ। এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। ’
 
জামায়াত ও যুদ্ধাপরাধ প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, জামায়াত যে পাকিস্থানের অনুগত তারা বাংলাদেশকে স্বীকার করে না তা বার বার প্রমাণ হয়েছে। মানুষের ভুল হলে ভুল স্বীকার করে কিন্তু জামায়াত কখনও ভুল স্বীকার করেনি। তারা ৭১ সালের ভূমিকা ‘ওউন’ করে। ’
 
‘যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নির্বাচনী ইশতেহার এটা আমরা বাস্তবায়ন করবো। অনেক ‍কুখ্যাত যুদ্ধাপরাধীর বিচার হয়েছে বাকিগুলোরও বিচার হবে। মহামান্য আদালত যে রায় দেবে তা আমরা নির্ভয়ে বাস্তবায়ন করবো।
 
এ সময় মন্ত্রী  বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সম্বলিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন পর্যন্ত উল্লেখযোগ্য ইতিহাস সম্বলিত ১২০টি স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে বর্তমান প্রজন্মের নিকট বিজয়ের মাসের তাৎপর্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। দেশের আপামর জনসাধারণকে বিজয় দিবস উদযাপন কর্মসূচিতে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
 

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।