ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমিকের দেওয়া আগুনে ঝলসে গেলো তরুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
প্রেমিকের দেওয়া আগুনে ঝলসে গেলো তরুণী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: বিয়ের জন্য চাপ দেওয়ায় আগুনে এক তরুণীর (২০)শরীর ঝলসে দিয়েছে মেহেদী (২৫) নামে এক বখাটে প্রেমিক। মুখমণ্ডলসহ শরীরের ৪৫ শতাংশ ঝলসে গেছে তার।



মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বখাটে মেহেদী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা গ্রামের বাক্কি মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মেয়েটির খালা হেনা আক্তার বাংলানিউজকে জানান, মেহেদীর সঙ্গে তার ভাগনির দীর্ঘদিন ধরে (ছয় বছর) প্রেমের সম্পর্ক ছিল। মেহেদীকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে এমন কাণ্ড ঘটায়।

হেনা জানান, ওই তরুণীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে মেহেদী একটি বোতলে কেরোসিন নিয়ে এসে তার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান। এসময় প্রতিবেশীরা এসে শরীরে পানি ঢেলে আগুন নেভায়। এরপর তাকে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক আজহারুর রহমান জানান, মেয়েটির শরীরের প্রায় ৪৫ শতাংশ ঝলসে গেছে।

আগুনে ঝলসে যাওয়া তরুণী জানান, মেহেদী অন্যত্র বিয়ে করার পরও তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। এসময়ের মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এরই মধ্যে বিয়ের জন্য চাপ দেওয়ায় মেহেদী তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে চেয়েছেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।