ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দ্য হিন্দু পত্রিকায় অসত্য সংবাদ, প্রতিবেদকের ক্ষমা প্রার্থনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
দ্য হিন্দু পত্রিকায় অসত্য সংবাদ, প্রতিবেদকের ক্ষমা প্রার্থনা

ঢাকা: বাংলাদেশ সম্পর্কে ভুল সংবাদ প্রকাশের পর দুঃখ প্রকাশ করেছেন ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক কল্লোল ভট্টাচার্য।

গত ২৫ নভেম্বর দ্য হিন্দু পত্রিকায় ‘We are tracking two IS killers inside India, says Bangladesh’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।



প্রতিবেদনের পর মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছেন সেই সাংবাদিক, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দ্য হিন্দুকে জাপানি নাগরিক হত্যার বিষয়ে যা যা বলেছেন বলে ছাপা হয়েছে মূল কথোপকথনের সঙ্গে তার কোনো মিল নেই।

এ ব্যাপারে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী কল্লোল ভট্টাচার্যকে ডেকে পাঠান এবং এ ধরনের অসত্য প্রতিবেদন প্রকাশের তীব্র প্রতিবাদ করেন। প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী’ বলে উপস্থাপনেরও প্রতিবাদ করা হয়েছে।

পরবর্তীতে প্রতিবেদক কল্লোল নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনারের কাছে ভুল প্রতিবেদন প্রকাশের জন্য ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের বিষয়ে সতর্ক থাকার প্রতিজ্ঞাও করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর কাছে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনার ফ্যাক্স বার্তায় এসব বিস্তারিত জানান।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএমএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।