ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেলিটকের ‘দুর্নীতি’ তদন্তে কমিটি

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
টেলিটকের ‘দুর্নীতি’ তদন্তে কমিটি

ঢাকা: রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগের দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আর টেলিফোন শিল্প সংস্থার (টেসিস) ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণ করা হয়েছে।


 
মঙ্গলবার (০১ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই কমিটি গঠন করে দিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানায়, পাঁচ সদস্যের কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন।
 
টেলিযোগাযোগ বিভাগের একজন উপসচিব ছাড়াও আরও দু’জন বিশষজ্ঞকে রাখা হয়েছে।
 
রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের ব্যস্থাপনা পরিচালক (এমডি)-সহ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগের মুখে এই কমিটি গঠন করলো সরকার। বিটিসিএল থেকে আসা টেলিটকের এমডি গিয়াস উদ্দিনসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ বিস্তর।
 
অন্য অপারেটরগুলোর গ্রাহক ও সেবার মান বৃদ্ধি হলেও কোনভাবেই প্রতিযোগিতায় টিকতে পারছে না টেলিটক। এ অবস্থায় টেলিটককে ঢেলে সাজানোর উদ্যোগের অংশ হিসেবে তদন্ত কমিটি গঠন করা হলো।
 
প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, কমিটি অভিযোগের আঙ্গুল উঠা টেলিটকের অভ্যন্তরীণ দুর্নীতি তদন্ত ছাড়াও রাষ্ট্রায়ত্ত এই অপারেটরকে কীভাবে গতিশীল করা যায় তা নিয়ে সুপারিশ করবে।
 
বিটিআরসি’র সর্বশেষ অক্টোবর মাসের হিসাব অনুযায়ী রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ৪১ লাখ ৪১ হাজার।
 
এদিকে, শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য ১০ হাজার ট্যাব দেশীয় প্রযুক্তিতে তৈরি করার কথা থাকলেও টেসিস বিদেশ থেকে নিম্নমানের সফটওয়্যারসহ প্রযুক্তি আমদানি করে তা তৈরি করছে।
 
এতে ল্যাপটপের নিম্নমান ছাড়াও টেকসই হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানায় টেলিযোগাযোগ বিভাগ। টেসিসের এমডি ছাড়াও এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানতে চাইলেও তা গোপন রাখা হয়।
 
টেসিসের এমডিকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।