ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নিখোঁজের পাঁচ মাস পর ব্যবসায়ীর হাড় উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ফরিদপুরে নিখোঁজের পাঁচ মাস পর ব্যবসায়ীর হাড় উদ্ধার

ফরিদপুর: নিখোঁজ হওয়ার পাঁচ মাস পর ফরিদপুরের সদরপুর উপজেলার ইলেকট্রিক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিন্টু ব্যাপারীর (২৮) দেহের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আড়াইরশি বিল থেকে হাড়গুলো উদ্ধার করে পুলিশ।

আটকৃতরা হলেন, সদরপুর ইউনিয়নের আড়াইরশি গ্রামের মৃত মো. রব মাতব্বরের ছেলে আমিনুল ইসলাম মুন্নু (৩২) ও আমজেদ সরদারের ছেলে সাকিব সরদার (৩০)।

সদরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ জুন সদরপুর ইউনিয়নের নয়রশি গ্রামের মৃত দুলাল ব্যাপারীর ছেলে মিন্টু নিখোঁজ হন। ঘটনার পর মিন্টুর মা শিউলি বেগম প্রথমে সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে সন্দেহভাজন ৭ জনের বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।

সূত্রটি আরও জানায়, মঙ্গলবার ভোরে নিহত মিন্টুর মোবাইল ট্র্যাকিং করে আমিনুল ও সাকিবকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে মিন্টুর মৃতদেহের সন্ধান দিলে একইদিন বেলা ১১টার দিকে মিন্টুর শরীরের ৯টি হাড় উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা শার্ট, প্যান্ট দেখে মিন্টুর দেহের হাড় বলে নিশ্চিত করেন তার মা।

এই বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বাংলানিউজকে জানান, ডিএনএ পরীক্ষার জন্য হাড়গুলো ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

মিন্টুর মা শিউলী বেগম বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।