ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে গুলিবিদ্ধ ডাকাতসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
রায়পুরে গুলিবিদ্ধ ডাকাতসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুসলিম (৩৫) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। একই সময় শুকুর আলী নামে তার এক সহযোগীকেও গ্রেফতার হয়।



মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাইচা গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মুসলিমকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রায়পুর পৌর সভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ির করিম সর্দারের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ বামনি ইউনিয়নের সাইচা গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে গুলিবিদ্ধ অবস্থায় মুসলিমকে গ্রেফতার করা হয় এবং পালিয়ে যাওয়ার সময় ধরা হয় সহযোগী শুকুর আলীকে।

এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ রাউন্ড গুলিসহ একটি এলজি, একটি চেনি ও একটি শাবল (দেশীয় অস্ত্র)।

ওসি জানান, মুসলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ৮টি ও শুকুর আলী বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।