ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধূমপান বন্ধে সচেতনতা ও বলপ্রয়োগ দুইই দরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ধূমপান  বন্ধে সচেতনতা ও বলপ্রয়োগ দুইই দরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ধূমপান ও তামাকজাত দ্রব্য বন্ধ করতে সচেতনতা ও বলপ্রয়োগ দুইই দরকার বলে মন্তব্য করেছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও এলজিইডি মিলনায়তনে ‘ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য এবং তামাক চাষ নিয়ন্ত্রণে নারীর ভূমিকা’ শীষর্ক এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।



সম্মেলনটির আয়োজন করে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, প্রজ্ঞা ও নারীগ্রন্থ প্রবতর্না।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পাবলিক প্লেসসহ সব জায়গাতে অনায়াসে মানুষ ধূমপান করছেন। এটি বন্ধ করতে দরকার সচেতনতা। প্রয়োজন হলে বল প্রয়োগ করতে হবে।

নিজেও এক সময়ে ধূমপায়ী ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ধূমপান ছাড়তে নিজের আগ্রহ ও নিজের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। আমি কিন্তু এখন ধুমপান করি না।

তিনি বলেন, আমি চ্যালেঞ্জকে এনজয় করি। আই লাভ দ্যা ইম্পোসিবল। তামাক হলো নীরব ঘাতক। এই ঘাতকের হাত থেকে বাঁচতে আমাদের সেই চ্যালেঞ্জ নিতে হবে,যেন সেখান থেকে আর পিছু না হটি।

পরিবহন সেক্টরে যেন ধূমপান করা না হয় এ বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিজে পদক্ষেপ নেবেন বলেও জানান ওবায়দুল কাদের ।

বাংলাদেশে প্রতি তিনজনে একজনে তামাকজাতদ্রব্য ব্যবহার করেন বলে সম্মেলনে জানানো হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, তাবিনাজ এর আহ্বায়ক ফরিদা আক্তার, সংগঠনটির সদস্য সীমা দাস সীমু, ক্যাম্পেইন ফর টোবাগোর ফ্রি কিডস লিড কনসালটেড শরিফুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫  আপডেট ১৩০৮
একে/আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।