ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বগুড়ায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

বগুড়া: বগুড়ায় শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্যদিয়ে পালিত হলো এনজিও ফাউন্ডেশন দিবস।

বুধবার (২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপ‍ূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গ্রামীণ আলোর নির্বাহী পরিচালক ফেরদৌসী বেগমের সভাপতিত্বে ও আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, পেসড’র নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিতা, এসএসডব্লিই’র নির্বাহী পরিচালক টিপু সুলতান, আলোর পথ’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।