ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে বিজিবি প্রতিনিধি ভারতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণে বিজিবি প্রতিনিধি ভারতে

বেনাপোল(যশোর): যৌথ বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট (বিসিএম) প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে ভারতে গেছেন।

বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করেন।



বিজিবির দুই কর্মকর্তা লে. কর্নেল রবিউল ইসলাম ও ইমারতের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন চারজন মেজর ও চারজন এডি। সীমান্ত মেনেজমেন্ট বিষয়ে ভারতের দিল্লির বিএসএফ ট্রেনিং স্কুলে বিজিবি ও বিএসএফের মধ্যে ০২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ধরে যৌথ ট্রেনিং অনুষ্ঠিত হবে।

এর আগে বিজিবি প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিএসএফের ইন্সপেক্টর প্রদেশ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে গন্তব্যে নিয়ে যায়।

বিজিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, উভয়ের মধ্যে বর্ডার কন্টোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সীমান্ত পথে চোরাচালান, নারী-শিশু পাচার ও অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কও জোরদার হবে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন। প্রতিনিধি দলটি প্রশিক্ষণ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরবে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।