ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারীর নির্যাতন বন্ধে প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নারীর নির্যাতন বন্ধে প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কার্যক্রম জোরদার করতে প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে। নতুন করে মাঠ পর্যায়ে কর্মীদের মাধ্যমে নারীর প্রতি সংহিসতার বিভিন্ন তথ্য সংগ্রহ হচ্ছে।

এর ফলে ভুক্তভোগী ও সেবাদানকারীদের দূরত্বও কমে আসবে।

বুধবার (২ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কাযক্রম জোরদারকরণ প্রকল্প-২০১৬ কিভাবে বাস্তবায়ন হবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ব্র্যাক, কোয়িকা, ইউএনডিপি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্পে ডিজিটাল পদ্ধতিতে ভুক্তভোগী নারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে যেসব তথ্য সংগ্রহ হয়েছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুন মাসের ১৩ তারিখ থেকে শুরু করে ৩০ নভেম্বর পর্যন্ত ৮৬১ জন নারী ভুক্তভোগীর তথ্য ডাটাবেজে নিবন্ধন করা হয়েছে। নিবন্ধন হওয়া তথ্যের মধ্যে ৫১৮ জন ভুক্তভোগী ফলোআপ সেবা পেয়েছেন।

নিবন্ধন হওয়া তথ্যের মধ্যে যৌন হয়রানি, মানসিক নির্যাতন, পাচার, পারিবারিক সংঘাত, অবৈধ বিবাহ বিচ্ছেদ, যৌন নির্যাতন, জোর করে বিয়ে, সাইবার ক্রাইম, অপহরণের চেষ্টা, জোরপূর্বক গর্ভপাতের ঘটনা রয়েছে, জানান প্রতিমন্ত্রী।

মেহের আফরোজ চুমকি বলেন, এসব ঘটনার মধ্যে ৫৭ শতাংশ পরিবারের সদস্যের মাধ্যমে, ২১ শতাংশ প্রতিবেশিদের মাধ্যমে সংঘটিত হয়। তবে ৮৫ শতাংশ ভুক্তভোগীর স্বামীর মাধ্যমে সংঘটিত হয়। ২০১৬ সালের পরিকল্পনায় সেবা প্রদানকারী প্রধান প্রধান মন্ত্রণালয়গুলোর সঙ্গে দুই ধাপে অংশীদার করা, নীতি-নির্ধারণীর জন্য কেন্দ্রীয় পর্যায়ের সঙ্গে অংশীদারী ও ভুক্তভোগীদের দ্রুত সেবা প্রদানে স্থানীয় পযায়ের যোগাযোগ বাড়ানোর প্রস্তাব জানানো হয়।

এছাড়া ভুক্তভোগীদের তথ্য ডাটাবেজে নিবন্ধনের জন্য ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রর উদ্যোক্তাদের নিয়োজিত করা, নিরক্ষর গ্রামীণ জনগোষ্ঠী ও ভুক্তভোগীদের জন্য সহজ ও ব্যবহার উপযোগী শিক্ষণীয় উপকরণ তৈরি করার মাধ্যমে নির্যাতন প্রতিরোধ বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার কাযক্রম জোরদারকরণ প্রকল্পটি ২০১৪ সালের জুলাই মাসে শুরু হয়। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এর মেয়াদকাল শেষ হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাশের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কোয়িকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চুই জোহ, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পুলিং তামিসিস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫ আপডেট সময়: ১৫৫৮ ঘণ্টা.
টিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।