ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বরিশাল: বরিশালে ২০০ পিস ইয়াবাসহ কালাম হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।



আটক কালাম হাওলাদার নগরীর ভাটিখানা এলাকার রশিদ হাওলাদার ছেলে।
 
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালানো হয়।
 
হাসপাতালের সামনের এক ওষুধের দোকান থেকে কালামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
 
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।