ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
সাতক্ষীরায় সহযোগীসহ ভুয়া চিকিৎসক আটক ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরায় ভেজাল অ্যালাপ্যাথিক ও হোমিওপ্যাথিক ওষুধ তৈরির সরঞ্জামসহ সুমন কুমার নামে এক ভুয়া চিকিৎসক ও তার সহযোগী আব্দুর রউফকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের উত্তর কাটিয়া এলাকার ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।



আটক সুমন জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের নির্মল সরকারের ছেলে ও তার সহযোগী আব্দুর রউফ শহরের মধ্য কাটিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইনামুল হক বাংলানিউজকে জানান, সুমন ও আব্দুর রউফ ২০০৭ সাল থেকে শহরের উত্তর কাটিয়া এলাকার আলম নামে এক ব্যক্তির বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। ওই বাসায় বিভিন্ন ধরনের ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন তারা। খবর পেয়ে বিকেলে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নকল ওষুধ ও লেবেল জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।