ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারের ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
মৌলভীবাজারের ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ জানুয়ারি

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের পাঁচজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আগামী বছরের ২৩ জানুয়ারি দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একই মামলার আসামি ওই পাঁচজনের মধ্যে গ্রেফতার আছেন ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী।

পলাতক বাকি তিন আসামি হচ্ছেন- শামসুল হোসেন তরফদার, নেসার আলী ও মোবারক মিয়া।

বুধবার (০২ ডিসেম্বর) পাঁচজনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে আট সপ্তাহের সময়ের আবেদন জানান প্রসিকিউটর আব্দুল কালাম। পরে ২৩ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এমএইচপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।