ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডা. সোহেল হত্যা মামলায় দু’জনের ফাঁসি বহাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ডা. সোহেল হত্যা মামলায় দু’জনের ফাঁসি বহাল

ঢাকা: বাংলাদেশ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের রেজিস্টার ডা. মোফাখখারুল আহমেদ সোহেল হত্যা মামলায় দুই আসামির ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
 
বুধবার (০২ ডিসেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


 
তবে বিচারিক আদালতে পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি বুলুর সাজা শেষ হওয়ায় তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
 
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল হক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. শহীদুল ইসলাম সরকার।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি সোহেলকে তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন রাতে মরদেহ তিন টুকরা করে বস্তায় ভরে তা একটি পরিবহনের মাধ্যমে রংপুরের পীরগঞ্জ পাঠানো হয়। সেখান থেকে গাইবান্ধার শিমুলতলী নিয়ে মরদেহের মাথা মাটিতে পুঁতে রাখা হয়। এরপর শরীরের বাকি দুই অংশ করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়।
 
এ ঘটনায় সোহেলের মা ফিরোজা আহমেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৯ সালে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল সোহেলের কাজের ছেলে আসামি সাইফুল এবং সাইফুলের খালাতো ভাই ফিরোজকে ফাঁসির রায় দেন।
 
আর সাইফুলের অপর খালাতো ভাই বুলুকে ৫ বছরের কারাদণ্ড দেন।
 
পরবর্তীতে রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। বুধবার হাইকোর্ট ফাঁসির রায় বহাল রাখেন।

বাংলাদেশ সময়:১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০২,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।