ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সম্পদের হিসাব না দেয়ায়

মৃত্যুদণ্ডপ্রাপ্তের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
মৃত্যুদণ্ডপ্রাপ্তের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: নির্ধারিত সময়ে সম্পদের হিসাব না দেয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সন্ধ্যায় দুদকের সহকারী পরিচালক একে এম এম ফজলে হোসেন বাদী হয়ে কারাগারে থাকা মৃত্যুদণ্ডে দণ্ডিত মো. আনোয়ার হোসেনে বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করেন।



সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপার ছিলেন মো. আনোয়ার হোসেন। পরে তিনি বরখাস্ত হন।

অবৈধ সম্পদের অভিযোগে দুদক ২০০৯ সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের ৪ আগস্ট দুদক গাজীপুর কাশিমপুর কারাগারের জেল সুপারের মাধ্যমে তাকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠায়। ওই মাসের ১০ তারিখ তিনি কারাগারে দুদকের নোটিশটি গ্রহণ করেন। এরপর নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিয়ে তিনি কারাগার থেকে জামিনে বের হয়ে সম্পদের হিসাব দেবেন বলে দুদককে জানান। দুদক তার এই আবেদনকে বিধি-বহির্ভূত উল্লেখ করে ২৬ (২) ধারায় 'নন সাবমিশন' (নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেয়ায়) মামলা দায়ের করে।

জানা গেছে, রাজারবাগ পুলিশ টেলিকমের অফিস সহকারী গোলাম শামসুল হায়দার হত্যা মামলায়  আনোয়ার হোসেনসহ ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর এজিবি কলোনিতে গোলাম শামসুল হায়দারকে জবাই করে হত্যা করা হয়। দুর্নীতির একটি ঘটনা জেনে যাওয়ায় তাকে হত্যা করা হয় বলে পরে তদন্তে বেরিয়ে আসে।

এ ঘটনায় গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ছয় আসামিকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। দুদক সূত্র জানায়, ওই হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ২০০৯ সালে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এডিএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।