ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানের প্রতিক্রিয়ায় রাবি শিক্ষক সমিতির ক্ষোভ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
পাকিস্তানের প্রতিক্রিয়ায় রাবি শিক্ষক সমিতির ক্ষোভ

রাবি: মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায় বিষয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের সভাপতি আনন্দ কুমার সাহা ও সাধারণ সম্পাদক মহা. রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া ও রায় বিষয়ে পাকিস্তান যেভাবে অযাচিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে, তা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

বিবৃতিতে পাকিস্তানকে ভুল স্বীকার করে অবিলম্বে বাংলাদেশের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকে বিরত থাকতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।