ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ভটভটি উল্টে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
শিবগঞ্জে ভটভটি উল্টে স্কুলছাত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কারবালা মোড়ে স্কুলের ছাত্র বহনকারী একটি ভটভটি উল্টে রাফি(৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



রাফি শিবগঞ্জ ব্রাইটস্টার প্রিপারেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ও শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর গ্রামের সেলিমের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী বহনকারী একটি ভটভটি শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কারবালা মোড়ে ঘোরানোর সময় উল্টে যায়। এতে রাফি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।