ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
পিরোজপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে কেন্দ্রীয় শহীদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কাউট ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মানিকহার রহমান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেল মোল্লা আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইদ্রিস মিঞা। আলোচনা শেষে ৯ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।