ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের সেবায় মোবাইল থেরাপি ভ্যান চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
প্রতিবন্ধীদের সেবায় মোবাইল থেরাপি ভ্যান চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অটিজমসহ সব প্রতিবন্ধীদের চিকিৎসাসহ ১০টি সেবা দিতে দেশব্যাপী চালু হলো মোবাইল থেরাপি ভ্যান। প্রাথমিকভাবে ২০টি মোবাইল থেরাপি ভ্যান চালু করা হয়েছে।


 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মোবাইল থেরাপি ভ্যান সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
 
পরে একই স্থানে প্রধানমন্ত্রী ২৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে অংশ নেন।
 
সেবাগুলোর মধ্যে রয়েছে- ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, কান ও চোখের পরীক্ষা, অটিজম, এনডিডি, বুদ্ধি প্রতিবন্ধীসহ অভিভাবকদের কাউন্সিলিং, রেফারেল সার্ভিস এর মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সাহায্য কেন্দ্রে পাঠানো, সহায়ক উপকরণ ব্যবহার, প্রশিক্ষণ ও বিতরণ, প্রতিবন্ধিতা সংক্রান্ত অন্য সেবা দান এবং গণসচেতনতা।
 
বড় কাভার্ড ভ্যানে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করে প্রতিবন্ধীদের জন্য এ মোবাইল থেরাপি ভ্যান তৈরি করা হয়েছে।

ভ্যানে থেরাপি সেবা দিতে ছোটখাটো বিভিন্ন যন্ত্রপাতিসহ ১৮টি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি রয়েছে।
 
যন্ত্রপাতির মধ্যে অডিওমিটার, রেটিনোস্কোপ, ইনফ্রা রেড রেডিয়েশন, ইনটার ফেরেনশিয়াল থেরাপি, টেন্স অ্যান্ড ভাইব্রেটর মেশিন, শর্ট ওয়েব ডায়াথারমি, আলট্রা সাউন্ড থেরাপি, ব্লাড প্রেসার মেশিন ও স্টেথোস্কোপ, গনিওমিটার অ্যান্ড রিফ্লেক্স হেমার, পেরাফিন ওয়াক্স বাথ, ডিজিটাল ট্রাকশন উইথ থেরাপি টেবিল, ফোলডেবল হুইল চেয়ার, ট্রায়াল লেন্স সেট, ভিশন বক্স, ইএনটি সেট, ফাস্ট এইড বক্স, এক্সরে ভিউ বক্স ও অক্সিজেন সিলিন্ডার উল্লেখযোগ্য।
 
এছাড়াও অত্যাধুনিক এ মোবাইল থেরাপি ভ্যানে মাল্টিমিডিয়া ও প্রজেক্টর, এয়ার কন্ডিশন, সোলার প্যানেল, পাওয়ার জেনারেটর, হাইড্রোলিক লিফ্‌ট, তাঁবু, ল্যাপটপ, প্রিন্টার, ইন্টারনেট এবং অগ্নিনির্বাপণের ব্যবস্থা রয়েছে।
 
মোবাইল থেরাপি ভ্যানগুলো সারাদেশে ঘুরে ঘুরে প্রতিবন্ধীদের সেবা দিবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আরও ১৪টি ভ্যান চালু করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এমইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।