ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
সোনাগাজীতে ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ট্রাকচাপায় সাগর (৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে ধান গবেষণা-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র ওই এলাকার গোলাম মাওলা চৌকিদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে ফুলগাজী থেকে একটি মিনিট্রাক বালি ভর্তি করে ধানগবেষণা এলাকায় নিয়ে যায়। বালি রেখে ট্রাকটি ফেরার পথে ধানগবেষণা এলাকায় সাগর নামে ওই মাদ্রাসা ছাত্রকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহতাবস্থায় সাগরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ মিনিট্রাকসহ (ঢাকা মেট্রো ড-১১-৪৭৫৪) চালক বোরহান উদ্দিনকে (৪৫) আটক করে থানায় নিয়ে এসেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।