ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
কক্সবাজারে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আটক ১ ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজার শহর থেকে ৬ হাজার ৮১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।



আটক মোহাম্মদ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এস এম সাউদ হোসেন বাংলানিউজকে জানান, মিনিবাসে করে টেকনাফ থেকে ইয়াবার একটি চালান কক্সবাজারে আসছে। এমন খবরে বাসস্ট্যান্ডে ওই বাসে তল্লাশি করে ওই যাত্রীর শপিং ব্যাগ থেকে ৬ হাজার ৮১০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হবে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।